Home / বিজ্ঞান বিষয়ক খবর / ঘরের খাবার টেবিলে সবাই মিলে খাওয়া উত্তম

ঘরের খাবার টেবিলে সবাই মিলে খাওয়া উত্তম

 আমরা এশিয়ার লোকজন নিজ ঘরের টেবিলে পরিবারের সবাই মিলে খেতেই বেশী সাচ্ছন্দ বোধ করি এবং সেটিই আমাদের ঐতিহ্য। অবশ্য প্রাচ্যের অনুকরণে এখন আমরা বাহিরে যেয়ে খাওয়ার নতুন সংস্কৃতি শুরু করেছি। কিন্তু এখন বৈজ্ঞানিকরা বলছৈন যে ঘরের টেবিলে পরিবারের সবাই মিলে খাওয়া-দাওয়া করাই স্বাস্থ্যকর। 

 

বিস্তারিত প্রবন্ধটি পড়ুন।

About ড. মশিউর রহমান

বর্তমানে সিঙ্গাপুরে একটি গবেষনাকেন্দ্র বৈজ্ঞানিক হিসাবে কর্মরত।

Check Also

চাঁদে অভিযান।

বায়ুস্তরের সর্বোচ্চ পর্যায়ে অর্থ্যা প্রায় 250 মাইল উচ্চতায় পৌছানোর পর চঁন্দ্রগামী রকেটকে প্রতি সেকেন্ডে 36 …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।