Home / প্রযুক্তি বিষয়ক খবর / ওয়াই-ফাই যুক্ত ইন্টারনেট ফটো ফ্রেম

ওয়াই-ফাই যুক্ত ইন্টারনেট ফটো ফ্রেম

ডি-লিংক সমপ্রতি ডিএসএম-২১০ মডেলের ইন্টারনেট ফটো ফ্রেম বাজারজাত করেছে। এই ফটো ফ্রেমের বিল্টইন তারহীন এডাপটারের সাহায্যে সহজে এবং দ্রুত ওয়েবসাইট দেখা যাবে । এছাড়ও এতে রয়েছে ১০ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ইন্টারনেটের আরএসএস ফেড, তারসহ এবং তারহীন নেটওয়ার্ক, ইউএসবি পোর্ট, ৫১২ মেগাবাইট ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের স্লট। ২৪৯.৯৯ ডলারের এই ফটো ফ্রেম এবছরেই বাজারে পাওয়া যাবে।

About এস. এম. মেহেদী আকরাম [রয়েল]

Check Also

এই সপ্তাহের নতুন প্রযুক্তি

রোবট ও আর্টিফিসিয়াল ট্রান্সফরমার রোবটগুলি মাত্র ১৩ মিনিটেই মুদ্রণ করা যাবে কোন জিনিস ঘরে বা …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।